পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ গতকাল শুক্রবার টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে টঙ্গী থানা প্রেস ক্লাব রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে।
টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, প্রধান বক্তা ছিলেন হযরত মাওঃ আযহার আলী আনোয়ার শাহ, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওঃ মুহাম্মদ আবু ইউসুফ মাহমুদী, আলহাজ্ব মাওঃ জালাল উদ্দীন আনসারী, মুফতী শাহ মো. হাফীজ উদ্দিন নূরী, হযরত মাওঃ আনিস আনসারী, মাওঃ হোসাইন আহমেদ, হযরত মাওঃ লোকমান হাকীম, ক্বারী হাফেজ মাওঃ আবু ইউসুফ প্রমূখ।
এছাড়াও টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার ধর্মপ্রাণ মুরব্বীগন উপস্থিত ছিলেন।
COMMENTS