ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি কয়েদি ছিনতাইয়ের পর উৎকোচের বিনিময়ে হাজতখানায় আসামিদের সঙ্গে আত্মীয়-স্বজনের দেখা-সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রতিবাদে আসামিরা হাজতখানায় ভাঙচুর চালিয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর কোর্ট হাজতখানায় ওই ঘটনা ঘটে।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, বেশ কয়েকদিন যাবৎ আসামিদের সঙ্গে আত্মীয়-স্বজনের সাক্ষাৎ করতে না দেওয়ায় সাড়ে ১২টার দিকে হাজতখানায় আসামিরা হইচই শুরু করেন। এক পর্যায়ে তারা হাজতখানার দরজা ও জানালা ভাঙচুর করেন।
গাজীপুর কোর্ট পুলিশের এক কনস্টেবল জানান, আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাত বন্ধ হয়ে যাওয়ায় হাজতে আসামিরা ভাঙচুর করেছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
COMMENTS