ওয়ালটন আন্ত:জেলা ভলিবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ও পটুয়াখালী জেলা।
মঙ্গলবার ঢাকা বিভাগের ভেন্যু গাজীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে ঢাকা জেলা ২৫/২৩, ২৭/২৫, ২৯/২৭ পয়েন্টে ৩-০ সেটে গাজীপুর জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
মঙ্গলবার ঢাকা বিভাগের ভেন্যু গাজীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে ঢাকা জেলা ২৫/২৩, ২৭/২৫, ২৯/২৭ পয়েন্টে ৩-০ সেটে গাজীপুর জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন। এ সময় ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগের ভেন্যুতে ফাইনাল খেলায় পটুয়াখালী জেলা ২৫/২১, ২৫/২০, ২৭/২৫ পয়েন্টে বরিশাল জেলাকে পরাজিত করে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। স্থানীয় জেলা প্রশাসক শহীদুল আলম খেলা শেষে পুরস্কার বিতরণ করেন।
চট্টগ্রাম বিভাগের খেলা ফেনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ মার্চ। এই ভেন্যুতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলা অংশগ্রহণ করবে।
COMMENTS