অনেকে অপেক্ষা করেন সঠিক পুরুষের জন্য, আবার অনেকে সঠিক দামের। যেকোন নারীর কাছে তাঁর সতীত্ব সবচেয়ে মূল্যবান জিনিষ। আবার কারও কাছে এই মূল্যবান জিনিসই বয়ে নিয়ে আসে প্রচুর অর্থ। এই দ্বিতীয় শ্রেণীর তালিকাতেই পরেন মার্কিন মেডিকেল ছাত্রী এলিজাবেথ রেনে। আর তিনিই ঘটিয়েছেন অভিনব এক কাণ্ড।
নিজের সতীত্বকে নিলামে উঠিয়েছেন। খুলেছেন সতীচ্ছেদের ওয়েবসাইট। যদিও এর আগেও অনেকে এ পন্থা অবলম্বন করেছেন।
বহুবার প্রেমে দুঃখ পেয়েছেন ২৮ বছর বয়সী তরুণী এলিজাবেথ। বহু বছর ধরে বাঁচিয়ে এসেছেন নিজের সতীত্ব। কিন্তু বেশ কিছু মাস ধরেই নিজেকে সামলাতে পারছেন না তিনি। হঠাৎ মরিয়া হয়ে উঠেছেন সতীচ্ছেদে। কিন্তু এতদিনের জমানো সতী চিহ্নকে হেলাফেলায় দিতে চান না এলিজাবেথ।
আর সেই কারণেই আপাতত, ‘সতীত্ব বিক্রি আছে’ বলে ওয়েবসাইটে নিজের যৌবনের পসরা সাজিয়ে বসেছেন এলিজাবেথ।
মার্কিনের টিন এজ থেকে বুড়ো হাবাতেরাও নাকি এলিজাবেথের এই নিলামে ঝাঁপিয়ে পরেছেন। তবে এখন চলছে বাছাই পর্ব। এলিজাবেথ বেছে বেছে পুরুষদের নিমন্ত্রণ জানাচ্ছেন নিলামে।
তবে এলিজাবেথ জানিয়েছেন ৩৫ বছরের উর্ধ্বে লোমশ পুরুষই তাঁর সবচেয়ে বেশী পছন্দের। আপাতত যে ব্যক্তি বেশী মূল্য দেবে, তার হাতেই তুলে দেবেন নিজের অমূল্য এ সম্পদ।
COMMENTS