একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানী আর্মির সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক ছিল দাবি করে এর দলিল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রবিবার বিকেলে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এ আলোচনা সভার আয়োজন করে।
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। যার প্রমাণ পাওয়া যায় সে সময় জিয়াকে লেখা একজন পাকিস্তানী সেনা কর্মকর্তার চিঠিতে। চিঠিতে উল্লেখ ছিল ‘তুমি যা করছ তাতে আমরা সন্তুষ্ট। তোমাকে শিগগিরই নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তোমার স্ত্রী ও সন্তান আমাদের ক্যান্টনমেন্টে নিরাপদে রয়েছে।’
‘মুক্তিযুদ্ধ চলাকালীন জেনারেল ওসমানী জিয়াউর রহমানকে একবার বরখাস্তও করেছিলেন। পরে জিয়া ক্ষমা চাইলে তার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়’ বলেন মন্ত্রী।
ভুয়া মুক্তিযোদ্ধাদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘যারা ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন তাদের অচিরেই চিহ্নিত করা হবে। স্বাধীনতার সময় তাদের কী অবস্থান ছিল তা খতিয়ে দেখবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।’
মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। মুক্তিযুদ্ধবিরোধী চেতনায় বিশ্বাসী হলে তারা রাষ্ট্রীয় সুযোগ পাবে না।’ বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনার যে লড়াই শুরু হয়েছে, সে লড়াইয়ে নিজেদের সম্পৃক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স। সঞ্চালনা করেন সদস্য সচিব আল-মামুন। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধার সন্তান ইউনিট কমান্ডের আহ্বায়ক ড. অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া (মুক্তিযোদ্ধাদের সন্তান) ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল জব্বার ও মনোরঞ্জন ঘোষাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কর্মসূচির উদ্বোধন করেন।
COMMENTS