জিয়া পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কবির মুরাদ এর নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে মানবন্ধন কর্মসূচি পালন হয়েছে। গাজীপুর মহানগর জিয়া পরিষদের উদ্যোগে শনিবার সকালে নগরের দলীয় কার্যালয়ের সামনের রাজবাড়ি রোডে এক ঘন্টা ধরে এ কর্মসূচি পালন করে।
এ সময় মহানগর জিয়া পরিষদ আহবায়ক বিশিষ্ট অভিনেতা আশরাফ হেসেন টুলুর সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট ড. সহিদুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী, মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ মোল্লা, মেহেদি হাসান এলিস, অধ্যাপক দেলোয়ার হোসেন, সিরাজউদ্দৌলা প্রমুখ বক্তব্য রাখেন।
COMMENTS