অপু বিশ্বাস দেশীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রথম স্থান দখল করে আছেন অনেক দিন ধরেই। এরই মধ্যে বর্ষাও একের পর এক ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন এবং নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন দর্শক মাঝে। কিন্তু অপু বিশ্বাস ও বর্ষা- এই দুই নায়িকাই যথাক্রমে শাকিব খান ও অনন্ত ছাড়া কারও সঙ্গে জুটি হয়ে ছবিতে অভিনয় করছেন না। যার ফলে চলচ্চিত্রে তীব্র নায়িকা সঙ্কট তৈরি হয়। ঠিক এ সময়টায় প্রযোজক-পরিচালকরা মিলিতভাবে আবিষ্কার করেন মাহি ও ববিকে। তাদের নিয়ে একের পর এক ছবি নির্মাণ শুরু হয় এবং ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তি বেশ আওয়াজ তৈরি করে। এতে করে মাহি ও ববিরও চলচ্চিত্রে নিজেদের একটি অবস্থান তৈরি হয়।
ইতিমধ্যেই অপু বিশ্বাস, বর্ষা, ববি, মাহি- এই চার নায়িকা ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে এসেছেন। আসছে ঈদে তারা আবারও প্রেক্ষাগৃহে উপস্থিত হওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার তাদের সঙ্গে প্রতিযোগিতায় যুক্ত হচ্ছেন লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রসূন। এর আগে টেলিভিশন নাটকের মধ্যে ঈদ উৎসবে প্রসূন দর্শকের সামনে উপস্থিত হলেও এবার বড়পর্দায় উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ঈদে যেসব ছবি মুক্তির হিসাবে রয়েছে সেগুলো হলো- ‘হিরো-দ্যা সুপারস্টার’, ‘মোস্ট ওয়েলকাম টু’, ‘দেশা’ এবং ‘সর্বনাশা ইয়াবা’। সুপারস্টার নায়ক শাকিব খান ‘হিরো-দ্যা সুপারস্টার’ ছবিটি প্রযোজনা করছেন। পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এ ছবিটি ঈদে আসার সব ধরনের প্রস্তুতি চলছে। এ ছবির মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে অপু ও ববি- এ দুই নায়িকার উপস্থিতি ঘটবে। ‘মোস্ট ওয়েলকাম-টু’ ছবিটি পরিচালনা করেছেন সময়ের সর্বাধিক সমালোচিত নায়ক-প্রযোজক এম এ জলিল অনন্ত। এ ছবিতে অনন্তর বিপরীতে বরাবরের মতো উপস্থিত হচ্ছে তার স্ত্রী-নায়িকা বর্ষা। এরই মধ্যে ছবির শুটিং সম্পন্ন হয়েছে। ‘দেশা’ ছবির মধ্য দিয়ে উপস্থিত হচ্ছেন মাহি। সৈকত নাসিরের পরিচালনায় এ ছবিতে মাহির নায়ক হিসেবে আছেন নবাগত শিপন। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি নির্মাণ হয়েছে। অন্যদিকে তারকা পরিচালক কাজী হায়াৎ অনেক দিন পরে ঈদে আসার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তার পরিচালিত ছবির নাম ‘সর্বনাশা ইয়াবা’। কাজী মারুফের বিপরীতে এ ছবিতে আছেন নবাগত প্রসূন।
বলা যায়- অপু, ববি, বর্ষা, মাহি, প্রসূন- এ পাঁচ নায়িকা চার ছবির মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি নিচ্ছেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ঈদে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে আসছি। মৌসুমী, শাবনুর, পপি, পূর্ণিমা, সাহারা এসব সিনিয়র নায়িকাদের টপকে দর্শক ভাললাগার সর্বোচ্চ স্থান দখল করেছি। আশা করছি, এবার ঈদেও দর্শক পছন্দের সেরা আসনটায় থাকবো। ববি বলেন, এর আগে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকের সামনে এসেছি। এবার ঈদে আসছি নায়ক শাকিব খান প্রযোজিত ছবিতে। সব মিলিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে। বর্ষা বলেন, অল্প কিছু কাজের মধ্য থেকেই দর্শকদের ভালবাসা পেয়েছি। সেই ভালবাসার আশায় নবপ্রযুক্তির মধ্য দিয়ে আবারও দর্শকের সামনে উপস্থিত হচ্ছি। ‘মোস্ট ওয়েলকাম-টু’ আশা করছি দর্শক প্রত্যাশা পূরণ করবে। মাহি বলেন, চলচ্চিত্রে আমার ক্যারিয়ার বেশি দিনের নয়। তার মধ্য দিয়েই দুই ঈদে প্রেক্ষাগৃহে এসেছি। একবার সঙ্গে ছিলেন শাকিব খান আরেকবার বাপ্পী। এবার সঙ্গে আরও একজন নতুন নায়ক। তবে এই নতুন নায়ক শিপনের সঙ্গে জুটি হয়ে ঈদে ছবি মুক্তি নিয়ে আমি আশাবাদী। ছবির নির্মাণও অনেক আধুনিক। প্রসূন বলেন, এর আগে ছোট পর্দায় ঈদ আয়োজনে উপস্থিত হয়েছি। এই প্রথম বড় পর্দায় উপস্থিত হতে চলেছি। তাই ঈদের মতো অকেশনে ভয়ও আছে উন্মাদনাও আছে।
উৎসঃ মানব জমিন
COMMENTS