রেজাউল কবির রাজিবঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘের বাজার আবাবীল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস ফৌজিয়া রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের পর পর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, মোঃ কফিল উদ্দিন বিএসসি, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ সফিকুল ইসলাম সফি, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান মিয়া, আলহাজ্ব রিয়াজ উদ্দিন, মোঃ ফিরুজ মিয়া, মোঃ হারুন-অর-রশিদ বিএসসি, মোঃ শাহজাহান মিয়া, মিসেস জাহান আরা বেগম, আবাবিল একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আজিজুল হক আজিজ, পরিচালক প্রকৌশলী মোর্শেদ আলম, মোঃ কাইয়ুম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হাসান প্রমুখ।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
COMMENTS