প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশের প্রথম সংসদের সদস্য এবিএম মূসার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব, গাজীপুর জেলা শাখার সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রখ্যাত এই সাংবাদিকের চলে যাওয়া বাংলাদেশের গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করা এবিএম মুসা- সত্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি ঝুঁকি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই দীক্ষা দিয়েছেন অগণিত সংবাদকর্মীকে। যারা এখন গণমাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে চলেছেন।
বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম. এ কবির এক শোক বার্তায় বলেন, "তার মৃত্যুতে জাতি এক প্রথিতযশা সাংবাদিক ও ক্ষুরধার কলম সৈনিককে হারাল। তিনি এ দেশের সাংবাদিকতার দিকপাল। তার মৃত্যুতে শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতি চরম ব্যথিত। এ বি এম মূসার মৃত্যুর ক্ষতি অপূরণীয়।"
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
COMMENTS