নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতে নারী ধর্ষণ যে ভয়ংকর রূপে মাত্রা ছাড়িয়েছে সেটা নিয়ে দুঃখ পাওয়া দূরে থাক, নেতারা যেন আরও অনেক বেশি উৎসাহী। তাদের চোখে এটা যেন কোনো অপরাধই নয়! সম্প্রতি এই ধর্ষণ ইস্যু নিয়েই লঙ্কাকাণ্ড বাঁধিয়েছেন আয়েশার শ্বশুর, ছিঃ ছিঃ রব উঠেছে চারদিকে। পরে গতকালই এই বিষয়ে টুইট করতে বাধ্য হয়েছে বেচারি আয়েশা টাকিয়া!
দলের প্রধানের থেকে ‘আশ্বাস’ পেয়ে আরও বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সমাজবাদী পার্টির মহারাষ্ট্র শাখার নেতা আবু আজমি৷ বৃহস্পতিবার সপা প্রধান ধর্ষণ সম্পর্কে বলেছিলেন, ‘ছেলেদের মাঝে মধ্যে এমন ভুল হয়৷ কিন্তু তাদের ফাঁসির সাজা দেওয়া উচিত নয়৷’
শুক্রবার প্রধানের কথার পুনরাবৃত্তি শোনা গেল আবু আজমির গলাতেও! তবে মন্তব্যের ঝাঁঝ আরও অনেকটাই বেশি৷ আজমির মতে, শুধুমাত্র অভিযুক্ত পুরুষকেই নয়, ফাঁসি দেওয়া উচিত ধর্ষিতা মহিলাকেও!
মুম্বইয়ের একটি সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ধর্ষণ অবশ্যই দণ্ডনীয় অপরাধ। কিন্তু সবক্ষেত্রেই পুরুষের শাস্তি হয়। মহিলার দোষ থাকলেও, তিনি সাজা পান না। বিষয়টি বিস্তারিত আলোচনাও করেন আবু আজমি। তিনি জানান, অনেক সময়ই দেখা যায় দু’জনের সহমতের ভিত্তিতে শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু মহিলা যদি তাঁর সঙ্গীর বিরুদ্ধে মামলা করেন, তবে শাস্তি পান পুরুষই। এর বদল হওয়া উচিত বলে দাবি করেন তিনি। এছাড়াও যে সব মহিলা পরকীয়ায় জড়ান, তাঁদেরও ফাঁসির দাবি তুলেছেন আবু আজমি।
কিন্তু এই আবু আজমিকে নিয়ে আমরা এত কথা বলছি কেন? কারণ তিনি যে নায়িকা আয়েশা টাকিয়ার শ্বশুর! শ্বশুর মশাইয়ের এই মন্তব্যের বিরোধিতায় টুইট করেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। তিনি লেখেন, ‘আমার শ্বশুর মশাই আবু আজমির যদি ওই মন্তব্য করে থাকেন, তবে আমি ও আমার স্বামী তার জন্য লজ্জিত। এই ধরনের মন্তব্য মহিলাদের প্রতি অবমাননাকর।’ মুলায়মের বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মোরাদাবাদে সপা প্রধানের ওই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
COMMENTS