শ্রীপুরের বরমী নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে পঞ্চম শ্রেনীর ছাত্র মেহেদী হাসান সায়েম (১০) নামের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় শুত্রুবার রাতে শ্রীপুর মডেল থানায় হত্যা মামলা (নং-১৭) হয়েছে।
নিহতের পিতা ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের এমদাদ তার ভাই রাসেল, বাচচু মিয়া লাদেন ও আলামীনকে আসামী করে হত্যা মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বরমী নতুন বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির পাওনা তিন লাখ টাকা আলামীনের কাছে দীর্ঘদিন বকেয়া থাকায় ওই সমিতির পরিচালক রফিকুল ইসলাম ওই টাকা দেয়ার জন্য তাকে চাপ দেয়।
গত ৫ মাস পৃর্বে ৩ লাখ টাকা আদায়ের জন্য স্থানীয় গ্রাম্য শালিশ বৈঠক বসান । পরে বৈঠকে ৭০ হাজার টাকা আলামীনকে ফেরত দিতে বলা হয় । ওই টাকা চাইতে গেলে আলামীন নিহতের পিতাকে বিভিন্ন সময়ে হুমকি দেয়।
হত্যা কান্ডের তিনদিন পার হলেও পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি। নিহত সায়েম বরমী বাজারের আল মদীনা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল ।
উল্ল্খ্যে,গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় বরমী নতুন বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যাক্ত জমির ছাপড়া ঘরের ভেতর থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।
COMMENTS