পোশাক কারখানার শ্রমিকের জীবন ও কাজের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়নের অধিকারের দাবিতে গাজীপুরে পদযাত্রা ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে চান্দনা চৌরাস্তা থেকে সাভারের রানা প্লাজা অভিমুখে এ পদযাত্রা শুরু হয়।
পদযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, সাইফুজ্জামান সাকন, মশিউর রহমান খোকন প্রমুখ। এদিকে পদযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজকের জন্য বোর্ডবাজার, কোনাবাড়ি ও সালনায় অর্ধশত কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
COMMENTS