বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ ঘিরে ব্যাপক সাড়া দেখা দিয়েছে লালমনিরহাটে। সোমবার সকাল থেকে সমাবেশের জন্য সাজানো হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠ। বিএনপি নেতারা বলছেন উত্তরাঞ্চলকে মরুভুমির হাত থেকে বাচাঁতে তাদের সমাবেশে প্রায় ৩ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।
দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ সংলগ্ন হেলিপ্যাড মাঠটি সোমবার সকাল থেকেই সমাবেশের জন্য প্রস্তুত করা হচ্ছে। চলছে মঞ্চ তৈরীসহ মাইক লাগানোর কাজ। এসব কাজ তদরকি করছেন লালমনিরহাট ও নীলফামারী জেলার স্থানীয় বিএনপি নেতারা। সেই সাথে কেন্দ্রিয় নেতারাও এর খোঁজ খবর রাখছেন বলে জানা গেছে।
প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বিএনপির তিস্তা বাঁচাও দেশ বাঁচাও লংমার্চের ওই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
তাঁর ভাষ্য মতে, বিএনপির কেন্দ্রিয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নিজ জেলা লালমনিরহাট থেকে প্রায় লক্ষাধিক মানুষ সমাবেশে যোগ দিবে।
একই কথা বলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। তিনি জানান, বিএনপির লংমার্চ ঘিরে বুধবারের ওই সমাবেশে তিন লক্ষাধিক মানুষের সমাবেশের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এতে ব্যপাক সাড়া মিলছে বলে দাবি করেন তিনি।
এদিকে সমাবেশ ঘিরে লালমনিরহাটের ৫ টি উপজেলায় চলছে ব্যাপক প্রচার-প্রচরাণা। জেলা সদর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় সমাবেশ ঘিরে মিছিল মিটিং অব্যাহত রেখেছে বিএনপির নেতাকর্মীরা। শহর থেকে গ্রামের বাজারগুলোতেও সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন আর পোষ্টার।
মঙ্গলবার সকালে নয়পল্টন থেকে বিএনপির লংমার্চ শুরু করে ওইদিন রাতে লংমার্চটি রংপুর এসে অবস্থান করবে বলে জানা গেছে। আগামীকাল বুধবার সকালে লংমার্চটি রংপুর থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে এসে বেলা ১১ টায় তিস্তা হেলিপ্যাড মাঠে সমাবেশের মাধ্যমে সম্পন্ন হবে।
COMMENTS