টঙ্গীর শিলমুন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতায় প্রতিষ্ঠিত ক্যাথারসিস মেডিকেল সেন্টার লিঃ পরিদর্শন করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী দাতু সিরি ড. আহমাদ জাহিদ হামিদি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী জেনারেল দাতু ওয়াহাব বিন মহদ ইয়াসী , ডাইরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন মালয়েশিয়া দাতু আল বিনতে মামাত এ সময় তার সাথে ছিলেন।
ক্যাথারসিস মেডিকেল সেন্টার লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোঃ নূর আলী, আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র এড. আজমত উল্লা খান, কাউন্সিলর হোসনে আরা জুলি, কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, সাবেক স্বাস্থ্য যুগ্ম সচিব এটিএম মোস্তফা কামাল, অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের মালয়েশিয়ান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বাংলাদেশে এসে খুবই আনন্দিত হয়েছি। বাংলাদেশ সরকার এবং জনগণকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট থাকবে। এদেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ নানামুখী প্রকল্পের মাধ্যমে মালয়েশিয়া সরকার সহযোগিতা করে যাবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোঃ নূর আলী বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্যাথারসিস মেডিকেল সেন্টার লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন।
আলোচনা শেষে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে ক্যার্থারসিস মেডিকেল সেন্টার লিঃ এবং বেস্টিনেট মালয়েশিয়ার মধ্যে ১টি চুক্তি স্বাক্ষর করা হয়।
COMMENTS