কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে চার বাস ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বগুড়া থেকে ঢাকাগামী রাহুল এন্টারপ্রাইজের একটি বাসে ডাকাতি করছিল। সোমবার ভোরে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের নূর ইসলামের ছেলে অনোয়ার হোসেন (১৯), আব্দুল মজিদের ছেলে সিরাজুল ইসলাম (১৮), সাইফুল ইসলামের ছেলে শিপন (২০) ও আব্দুস সালামের ছেলে রফতি (২০)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, তারা বাসে ডাকাতির সময় কালিয়াকৈর এলাকায় একজন বাসযাত্রী রাত তিনটার দিকে চলন্ত বাস থেকে নেমে যায়। কর্তব্যরত পুলিশের একটি দল তার দেয়া তথ্যের ভিত্তিতে সড়কের বিভিন্ন স্থানে বাসে তল্লাশি শুরু করে।
এসময় কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বগুড়া থেকে আসা রাহুল এন্টারপ্রাইজের একটি বাসে ওই চার ডাকাতকে পাওয়া যায়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪টি চাপাতি, ৮ বোতল ফেনসিডিল, ছোরাসহ ডাকাতির সরঞ্জাম, ১২টি মুঠোফোন, নগদ কিছু টাকা, কয়েকটি মানিব্যাগসহ লুন্ঠিত মালামাল পাওয়া গেছে।
তাদের অপর তিন সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কালিয়াকৈর থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে ডাকাতির মামলা হয়েছে।
COMMENTS