গাজীপুর সদর হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে গাজীপুরে রোববার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুরের সিভিল সার্জন ডাঃ শাহআলম শরীফ গাজীপুর সদর হাসপাতালের বর্তমান অবস্থা ও করণীয় কি -সে সম্পর্কে একটি বিবরণ বিষয়ক হালনাগাদ চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে প্রতিটি সমস্যার আশু সমাধানের জন্য মোঃ জাহিদ আহসান রাসেল এমপি’র প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন বিএমএ গাজীপুর সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত, গাজীপুর সদর হাসপাতালের আরএমও ডাঃ তপন কান্তি সরকার , টঙ্গী হাসপাতালের আরএমও মাহবুবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসকের প্রতিনিধি আবদুল্লাহ সাজ্জাদ প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হায়দার আলী , প্রফেসর এম বারী , বি এম এ গাজীপুর সহসভাপতি ডাঃ মোঃ মনিরুজ্জামান, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল প্রমুখ।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, গাজীপুর সদর হাসপাতালের দীর্ঘদিনের প্রকট সমস্যা সমাধানের জন্য সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গাজীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগ, ইনডোর বিভাগ ও বহির্বিভাগের জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের অভাব বিবেচনায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আশু সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে অভিমত প্রকাশ করেন তিনি।
সরকারের উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে অনুদানের ব্যবস্থা করে গাজীপুর সদর হাসপাতালের নানাবিধ সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার বিষয়ে আশ্বাস প্রদান করেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুরে বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, গাজীপুর মেডিকেল কলেজ অনুমোদনসহ গাজীপুরে স্বাস্থ্যসেবা উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সর্বমুখী ভূমিকার কথা উল্লেখ তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য গাজীপুর সদর হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
COMMENTS