অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে গণ পরিবহন মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার বেলা সোয়া বারোটা থেকে সড়ক অবরোধ করে তারা। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কের টার্নিং পয়েন্ট চান্দনা চৌরাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে প্রশাসনের আশ্বাসে বেলা সোয়া একটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
গাজীপুর সিটি করপোরেশনের ইজারাদার বাস ও টেম্পু স্ট্যান্ডগুলোতে অনেক বেশি টোল আদায়ের প্রতিবাদে এ অবরোধ করে মালিক-শ্রমিকরা।
গাজীপুর জেলা বাস-মালিক সমিতির সভাপতি সুলতানউদ্দিন জানান, সকালে ইজারাদাররা টোল আদায়কে কেন্দ্র করে এক শ্রমিককে মারধর করলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় মালিক ও শ্রমিকরা উত্তেজিত হয়ে ইজারা বাতিলের দাবিতে মহাসড়ক দুটি অবরোধ করে।
COMMENTS