আগামী দু-এক দিনের মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার উপজেলার মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়ে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা সাঈদীকে মুত্যুদন্ডের আদেশ দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে আসামিপক্ষ। আপিল শুনানি ও যুক্তিতর্ক শেষে এখন রায়ের অপেক্ষায় আছে আপিল আবেদন।
পূর্তমন্ত্রী বলেন, মিরসরাইসহ দেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। আগামী দুই-এক দিনের মধ্যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় হবে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ উদ্দিন শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত, বসুন্ধরা গ্রুপের পরিচালক রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের ডিএমডি মো. ইফতেখারজুজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ, সুপ্রিম ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান আবুল হোসেন মো. ফিরোজ প্রমুখ।
COMMENTS