গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। তিনি মঙ্গলবার সন্ধ্যা পর কারাগারের পার্ট-২ থেকে ছাড়া পান।
এ সময় কারাগার গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মী ও তার আত্মীয় স্বজন তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। কারাগার গেইটে বিএনপি নেতা গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমানসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও স্বজনরা দুপুর থেকেই কারাগারের গেইটে অপেক্ষা করছিলেন।
মির্জা ফখরুলের জামিন নামার প্রয়োজনীয় কাগজপত্র আদালত থেকে বিকালে কাশিমপুরের কারাগারে পাঠানো হয়েছে। গাড়ি পোড়ানো ও ভাঙচুর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এ বন্দী ছিলেন।
সোমবার ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ১৬ মার্চ মির্জা ফখরুল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
COMMENTS