শ্রীপুর উপজেলার জয়নাবাজারের কাছে ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে অবস্থিত ওশিন স্পিনিং মিলস এ ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩ টায় আগুন লেগে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দুঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেেছ।
শ্রীপুর ফায়ার র্সাভিস স্টেশন অফিসার তশারফ আলী জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় ওশিন স্পিনিং মিলস এর স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে শ্রীপুর ও ভালুকার ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওশিন স্পিনিং মিলস এর সহকারি মহা ব্যবস্থাপক রেখা নাগ জানান, আগুনে ওশান স্পিনিং মিলস এর আনুমানিক ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
COMMENTS