কাপাসিয়া উপজেলার সর্বত্র প্রাইভেট হাসপাতাল গুলোতে চলছে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা। সেবামূলক এ প্রতিষ্ঠান গুলোতে ভূয়া ডাক্তারদের প্রতারণার ফাঁদে পড়ে ভূল চিকিৎসায় অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে এলাকাবাসী লিখিত আবেদন করেছেন।
জানা যায়, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা শহর সহ বিভিন্ন স্থানে গড়ে উঠা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অনেকেই ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছে। কোন কারনে মালিক পক্ষের সন্দেহ হলে তারা অন্যত্র চলে গিয়ে পুনরায় প্রতারণা শুরু করে। বহুল আলোচিত ডাঃ মোঃ রমজান খান, ডাঃ মোঃ রফিকুল ইসলাম ও ডাঃ বিপ্লব কুমার রায় নামধারী ডাক্তারগন দীর্ঘ দিন যাবত শহরের বিভন্ন প্রাইভেট হাসপাতাল গুলোতে নিজেদের এমবিবিএস পরিচয় দিচ্ছে। তারা সাধারণ মানুষদের কাছ থেকে চিকিৎসার নামে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
রমজান খানসহ অন্যান্যরা র্দীঘ প্রায় ৭/৮ বছর যাবত কাপাসিয়া বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জোবায়দা মেমোরিয়াল হাসপাতালে ডাক্তার পরিচয়ে রোগিদের চিকিৎসা দিয়ে আসছে। রোগিদের অভিযোগের প্রেক্ষিতে মালিক পক্ষ বার বার তাদের ডাক্তারী সার্টিফিকেট দেখাতে বললেও তা দিতে ব্যর্থ হয়। সম্প্রতি তারা উপজেলার আমরাইদ বাজারে অবস্থিত আইডিয়াল ডায়াগনষ্টিক হাসপাতালে এবং টোক আধূনিক হাসপাতালে পূর্বের ন্যায় রোগিদের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা এমবিবিএস ডাক্তার হিসেবে সনোলজিস্ট, কনসালটেন্ট ইত্যাদি পরিচয় দিয়ে ও রকমারী সাইনবোর্ড, প্যাড, কার্ড ইত্যাদি ব্যবহার করে রোগিদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
COMMENTS