প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন মন্তব্য করায় গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেজিষ্ট্রার অধ্যাপক ড. কাজী আব্দুল খালিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রধানমন্ত্রী কর্তৃক বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড প্রদানকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এসএম ইকবাল হোসেন কার্ডটি হাতে নিয়েই উত্তেজিত হয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্ক অশালীন মন্তব্য করেন। এনিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি ভিসি প্রফেসর ড. মো. মাহ্বুবর রহমানকে জানানো হলে তিনি বুধবার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
COMMENTS