ছয়দানা মালেকেরবাড়ী এলাকায় সিয়াম সোয়েটার কারখানায় আগুন লাগে। শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, রাত সোয়া ৩টার দিকে সিয়াম সোয়েটার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কারখানার মেশিনপত্র, সুতা, কাপড় পুড়ে গেছে। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই স্টেশন কর্মকর্তার ধারণা।
স্থানীয়রা জানান, ফ্যাক্টরি সংলগ্ন পল্লীবিদ্যুতের বৈদ্যুতিক পোল ও ট্রান্সফরমারে প্রায়ই স্পার্ক হতো। বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবগত করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি।
অপরদিকে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান আলম মিয়া জানান, সিয়াম কারখানায় কোনো বিদ্যুৎ সংযোগ নেই। কারখানার সামনে থাকা একটি বাড়ির আবাসিক সংযোগ থেকে ফ্যাক্টরি চালানো হয়।
ফ্যাক্টরির জমির মালিক হাজী আব্দুস সামাদ জানান, তার ছেলে জিয়াউল হকের নামে একটি বাণিজ্যিক মিটার থেকে ফ্যক্টরি চলে। বিদ্যুতের ওভার লোড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয় ইকবাল হোসেন, জমশের আলী, মিজান মিয়া অভিযোগ করেন।
কিন্ত গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার জহিরুল হক এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
COMMENTS