আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে ‘সোলার স্ট্রিট লাইট’ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলার গাছা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সোলার স্ট্রিট লাইট’ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান প্রপ্রার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এই কার্যক্রমের ফলে সিটি কর্পোরেশনের সড়ক বাতিগুলো আধুনিকতার ছোঁয়া পাবে এবং বিদ্যুৎ ব্যবহার হ্রাস পাবে জানান সংশ্লিষ্টরা।
প্রকল্পের আওতায় সোলার মিনি পাওয়ার প্লান্ট স্থাপনসহ গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে ৩ হাজারের অধিক ‘সোলার স্ট্রিট লাইট’ স্থাপন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। আগামি ৬ মাসের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তারা।
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্ণেল মাহ্তাবউদ্দিন আহ্মেদ (অব.), প্রপ্রার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এর নির্বাহী পরিচালক বাবুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ভূঁঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
COMMENTS