গাজীপুরে আবারো রাতের টিফিনের খেয়ে একটি পোশাক কারখানার ৫০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকার জেএমএস পোশাক কারখানায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রমিকদের রাতের টিফিন খেতে দেয়া হয়। টিফিনে ছিল একটি করে ডিম, কলা ও পেটিস। ওই খাবার খেয়ে তারা আবার কাজে যোগ দেন। এর কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা বমি করতে থাকেন এবং কিছু শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান।
আস্তে আস্তে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ হওয়া শ্রমিকদের কাশিমপুর, শ্রীপুরসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এটিএম সফিজউদ্দিন আহম্মেদ। অবশ্য শ্রমিকদের দাবি আরো অনেক বেশী অসুস্থ হয়েছেন। সোমবার রাতেও গাজীপুরের জরুন এলাকার বেস্ট ওল নামক সোয়েটার কারখানায় রাতের টিফিন খেয়ে কয়েকশ’ শ্রমিক অসুস্থ হয়।
আস্তে আস্তে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ হওয়া শ্রমিকদের কাশিমপুর, শ্রীপুরসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এটিএম সফিজউদ্দিন আহম্মেদ। অবশ্য শ্রমিকদের দাবি আরো অনেক বেশী অসুস্থ হয়েছেন। সোমবার রাতেও গাজীপুরের জরুন এলাকার বেস্ট ওল নামক সোয়েটার কারখানায় রাতের টিফিন খেয়ে কয়েকশ’ শ্রমিক অসুস্থ হয়।
COMMENTS