ভবানীপুরের ফরিদ মার্কেটের আশপাশ এলাকায় হাইপ্রেসার গ্যাস লাইন থেকে অবৈধ ভাবে বিতরণ লাইন স্থাপন করে শত শত বাড়িতে গ্যাস সংযোগের ঘটনায় তিতাস গ্যাস অফিস এবং মেসার্স এএইচ জেট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড জয়দেবপুর থানায় পৃথক জিডি করেছেন।
তিতাস গ্যাস অফিস সুত্রে যানা যায়, মেসার্স এএইচ.জেট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড স্থাপিত হাইপ্রেসার গ্যাস লাইন থেকে ভবানীপুরের ফরিদ মার্কেটের আশপাশ এলাকায় শত শত বাড়িতে অবৈধ সংযোগ দেয়ার সংবাদ প্রকাশের পর গ্যাস কর্তৃপক্ষ ১ এপ্রিল ওই এলাকায় তদন্ত করে। তদন্তে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া যায়।
তিতাস গ্যাস অফিস সুত্রে যানা যায়, মেসার্স এএইচ.জেট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড স্থাপিত হাইপ্রেসার গ্যাস লাইন থেকে ভবানীপুরের ফরিদ মার্কেটের আশপাশ এলাকায় শত শত বাড়িতে অবৈধ সংযোগ দেয়ার সংবাদ প্রকাশের পর গ্যাস কর্তৃপক্ষ ১ এপ্রিল ওই এলাকায় তদন্ত করে। তদন্তে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া যায়।
এ সময় এলাকাবাসী তাদের জানান জনৈক আবুল কাশেম ও আলম ফকিরসহ অজ্ঞাত কিছু প্রভাবশালীরা রাতের আঁধারে এই সমস্ত অবৈধ সংযোগ দিয়েছে। এ প্রেক্ষিতে মেসার্স এএইচ.জেট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড তাদের গ্যাস লাইন থেকে চুরি করে অবৈধ সংযোগ দেয়ায় অজ্ঞাতদের বিরুদ্ধে ৯ফেব্রুয়ারী জয়দেবপুর থানায় জিডি করেন। এ ঘটনায় তদন্ত শেষে তিতাস গ্যাস অফিস জয়দেবপুর থানায় আবুল কাশেম ও আলম ফকিরসহ অজ্ঞাত কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে ১ এপ্রিল আরো একটি জিডি করে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত ৩ মার্চের ২৮.০০.০০০০.০১১.০৪.১৮৫.১৪-৩০৭ নং স্মারক মুলে প্রেরিত চিঠিতে অবৈধ বিতরণ লাইন উৎপাটনে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ম্যাজিষ্ট্রেট ও প্রয়োজনীয় পুলিশ চাওয়া হয়েছে।
১৯ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রয়োজনীয় পুলিশ ফোর্স নিয়োগ করেছে। শিঘ্রই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সমস্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
COMMENTS