
গাজীপুরের
বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহণের অধিক ক্ষতিপূরণ পেতে জমিতে ঘরবাড়ি
নির্মাণের হিড়িক পড়েছে। কেউ কেউ ধান ক্ষেতের ওপর বাঁশের খুঁটি দিয়ে টিনের
চালের ঘর করেছেন।অনেকে আবার বাঁশ দিয়ে ছাদ করেছেন।
ভূমি
জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এলাকাবাসী এসব নির্মাণ
করছেন বলে জানা গেছে। গাজীপুর ভূমি অধিগ্রহণ কার্যালয় সূত্রে জানা যায়,
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক ফোর লেন
করার জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে সূত্রাপুর পর্যন্ত জমি
অধিগ্রহণ করা হবে।
এশীয়
উন্নয়ন ব্যাংক, ওপেন ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও আবুধাবী ফান্ড
ফর ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ
প্রকল্পের কাজ শুরু হয়েছে।
COMMENTS