গাজীপুর মহানগরে শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হয়েছে। মহানগরের দুটি জোনের বিভিন্ন কেন্দ্রে আগামী ৫ এপ্রিল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পূর্ণ পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত দাবী করে ৬ থেকে ১১ মাস বয়স পর্যন্ত নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১২টায় গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশনে এ পরামর্শ দেওয়া হয়।
গাজীপুর মহানগরের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান। এসময় বক্তব্য দেন- সিটি কর্পোরেশনের সচিব আমিনুল ইসলাম, গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো: কামরুজ্জামান, সিটি কর্পোরেশনের ফুড এন্ড সেনেটারী ইন্সপেক্টর মমতাজ বেগম প্রমূখ।
COMMENTS