রেজওয়ান হক সিক্ত: গণজাগরণের আন্দোলনের মুখপাত্র ইমরান এইচ সরকারকে অবাঞ্চিত ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চের সংগঠকবৃন্দ। শুক্রবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক প্রেস বিজ্ঞপ্তিতে লিখিত বক্তব্যে গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দের পক্ষে এফ এম শাহীন এ ঘোষণা করেন।
গতকাল রাত ৮.৪০ মিনিটে গণজাগরণ মঞ্চের কর্মী আবির ঘোষ এবং শিশিরের উপর ইমরানের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীবাহিনী দ্বারা হামলা চালানো হয়। আজ শুক্রবার এর প্রতিবাদ সমাবেশ করতে গেলে ইমরানের ভাড়াটে সন্ত্রাসীবাহিনী অতর্কিতভাবে পুলিশ ও গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকদের উপর চড়াও হয়।
এফ এম শাহীন বলেন, গণজাগরণ মঞ্চের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে রাজাকার কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করেছি। বেশ কিছু সহযোদ্ধা প্রাণ দিয়েছে। কিন্তু ইমরান এইচ সরকার স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম এবং নেতৃত্ব দানে ব্যর্থতা ও নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলে ক্ষমতার অপব্যবহার করেন। দেশী এবং প্রবাসী বাঙ্গালীদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে।
এমতাবস্থায়, গণজাগরণের চেতনাকে সমুন্নত রাখতে এবং আর্থিক দূর্নীতিগ্রস্থ ইমরান এইচ সরকারকে অবাঞ্চিত ঘোষণা করা হল। সেই সাথে তার সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশন দুদককে তদন্তের আহবান জানাচ্ছি।
COMMENTS