তিস্তা অভিমুখে বিএনপির ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে গাজীপুর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গাজীপুর মহানগরের সীমানার শুরু থেকে জেলার শেষ সীমানা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা ব্যানার-ফ্যাস্টুন নিয়ে ফুল ছিটিয়ে লংমার্চে অংশ নেয়া নেতাদের স্বাগত জানাবে।
লংমার্চ রওনা দিয়ে প্রথম পথসভা করবে কালিয়াকৈরে। দলের কর্মসূচি সফল করতে এই জেলার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে, মোরে- মোরে ও পথসভায় বিপুল সংখ্যক লোকসমাগম ঘটাতে চায় বিএনপি।
জেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, কালিয়াকৈর বাজার বাইপাস মোরের লংমার্চের প্রথম পথসভায় দলীয় নেতা-কর্মী ও সমর্থক মিলে কমপক্ষে ১০ হাজার লোকের সমাবেশ ঘটানোর টার্গেট রয়েছে। এই লংমার্চ কর্মসূচিতে কেন্দ্রীয় ভাবে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের ১৬ জেলা ছাড়াও গাজীপুর ও টাঙ্গাইল জেলাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে থেকে লংমার্চ শুরু হবে। গাজীপুরের শেষ সীমা পার হয়ে টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে পরে বগুড়ার উদ্দেশে রওনা হবে লংমার্চ। লংমার্চ কর্মসূচি বগুড়া হয়ে বুধবার নীলফামারীর ডালিয়া গিয়ে শেষ হবে।
COMMENTS