কাপাসিয়া শহরের প্রাণ কেন্দ্রে কলেজ রোডে কাজী ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে জাতীয় সাংবাদিক সংস্থার সাইন র্বোড লাগিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়েছেন কাপাসিয়া এলাকার বিশিষ্ট গুণীজনেরা । গুণীজনেরা হোটেলে সাংবাদিক সংস্থার সাইন বোর্ড লাগিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কাপাসিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মো: সাইফুল ইসলাম বলেন,সামাজিক সুরক্ষার জন্য এমন কার্যকলাপ কোন ভাবে মেনে নেওয়া যায় না। সমাজের সর্বস্তরের লোকজনের সচেতন হওয়া দরকার। প্রশাসনের সামনে এমন কার্যকলাপের জন্য তিনি প্রশাসনকে দায়ী করে বলেন, তাদের ইচ্ছা থাকলে হয়তো তা প্রতিরোধ করা যেত। তিনি মনে করেন নৈতিক অবক্ষয়ের কারণে এ সব কার্যকলাপ অব্যাহত রয়েছে।
কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও তারাগঞ্জ স্কুল এন্ড কলেজের রাস্টবিজ্ঞানের অধ্যাপক শামসুল হুদা লিটন বলেন একটি সভ্য সমাজে আবাসিক হোটেলে সাংবাদিক সংগঠনের নাম ঝুলিয়ে অসামাজিক কাজ করে যাচ্ছে তা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে মেনে নিতে পারছি না। কাল বিলম্ব না করে এ সব কুকর্ম বন্ধ করা জরুরী বলে আমি মনে করি। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সমাজের সকল শ্রেনীর মানুষ এ গিয়ে আসা দরকার। তা হলে এ সব মুখোশধারীদের মুখ উস্মুচন করা যাবে বলে তিনি মন্তব্য করেন।
কাপাসিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো: আসিফ বলেন, কাপাসিয়ার মত এমন একটি জায়গায় সাংবাদিক সংস্থার সাইন র্বোড লাগিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তা আমার বোধগাম্য নয় । আমি মনে করি এর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা দরকার।
কাপাসিয়া বাজারের ব্যবসায়ী মো: রফিকুর মিয়া বলেন, প্রশাসনের সহযোগিতায় ওকিছু হলুদ সাংবাদিকতা যারা করে তাদের ছত্রছায়ায় এ হোটেলে আসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এর জন্য কিছু হলুদ সাংবাদিকরা দায়ী। এর প্রতিকার না হলে সাধারন মানুষ বুঝবে উপজেলার সকল সাংবাদিকই এর সাথে জড়িত। এ ব্যাপারে সৎ সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
প্রকাশ গত ৮বছর আগে কান্দানীয়া গ্রামের কাজী সিরাজুল ইসলাম কাজী ইন্টার ন্যাশনাল নামে একটি আবাসিক হোটেল প্রতিষ্ঠা করেন। কিছুদিন পর পরই র্যাব,পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় অবস্থায় নারী পুরুষদের গ্রেফতার করে। এ গ্রেফতার থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বাদ পড়েনি।
সম্প্রতি সময়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্মমহা সচিব নামধারীও গাজীপুর থেকে প্রকাশিত স্বাপ্তাহিক বৃত্তের বাইরের পত্রিকার বার্তা সম্পাদক কাজী সিরাজুল ইসলাম জাতীয় সাংবাদিক সংস্থার আঞ্চলিক অফিসের নামে একটি সাইন বোর্ড লাগিয়ে এর আড়ালে পুরোদমে হোটেল ব্যবসার নামে অনৈতিক কর্মকান্ড করছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো উলেখ্য যে গত ২৫-৪-১৪ তারিখে কাজী ইন্টার ন্যাশনাল হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬জন নারী পুরুষকে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হলে ও রহস্যজনক কারনে হোটেল মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেনি পুলিশ।
কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার আলাউদ্দিন আলী জানান, তদন্ত করে হোটেলের মালিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
কাপাসিয়া ও কালিগঞ্জ এলাকার এস পি সার্কেল শাহারিয়ার জানান, কাপাসিয়ার হোটেল থেকে ৬জনকে গ্রেফতার করা হয়েছে তা আমার জানা নেই। এ ব্যাপারে জেনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি এ প্রতিনিধিকে জানান।
COMMENTS