পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে মঙ্গলবার গাজীপুরের তিন ডাইং কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর গাজীপুর জেলা সদরের টঙ্গী শিল্প এলাকাস্থিত নর্দাণ কর্পোরেশন লিমিটেড, মডার্ণ থ্রেড লিমিটেড এবং এজিএস ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে তলব করে শুনানী গ্রহণ করেন। এসময় তিনি ত্রম্নটিপূর্ণ ইটিপির মাধ্যমে ডাইং কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্রের ক্ষতিসাধন করার অপরাধে নর্দাণ কর্পোরেশন লিঃকে ৫ লাখ টাকা, মডার্ণ থ্রেড লিঃ-কে ২ লাখ টাকা এবং এজিএস ইন্টারন্যাশনাল লিঃ-কে ২ লাখ টাকা জরিমানা করেন।
শুনানীতে অংশগ্রহণকারী ওই কারখানার পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিগণ অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
COMMENTS