যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ আগামী সেপ্টেম্বর মাসে শুরু করা হবে।
তিনি বলেন, এ প্রকল্পের দরপত্র আগামী মে মাসে আহবান করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রকল্পের কাজ শুরু করা যাবে।
যোগাযোগমন্ত্রী গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ একথা বলেন।
ওবায়দুল কাদের সকালে টাঙ্গাইলের এলেঙ্গা পয়েন্টে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন (সাসেক) এর আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, প্রকল্পটির মোট ব্যয় ৩ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকা যার মধ্যে জিওবি-১ হাজার ২শত ২৩ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৮ শত ৪৩ কোটি ৬৮ লাখ টাকা। প্রকল্পের আওতায় বিদ্যমান ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়ককে ২ লেন থেকে ৪ লেনে উন্নীতকরণসহ ৫টি ফ্লাইওভার, ২৬টি সেতু এবং ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য আলাদা লেন নির্মাণ এবং ৭০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সড়ক নিরাপত্তা উন্নয়ন কাজ করা হবে।
এই প্রকল্পের জন্য টাঙ্গাইল ও গাজীপুর জেলায় প্রায় ৩৫ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০১৮ সালের মার্চে এই প্রকল্পের কাজ শেষ হবে।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কটি সার্ক হাইওয়ে করিডোর-৪, এশিয়ান হাইওয়ে-২ ও এশিয়ান হাইওয়ে-৪১ এর অংশ। উত্তরাঞ্চলের সাথে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং বাংলাদেশ ও পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহের সাথে সড়ক যোগাযোগ উন্নতকরণের লক্ষে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।
COMMENTS