নবম বাংলাদেশ ও প্রথম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশন (সানসো) স্কাউট জাম্বুরি আগামী ৪ এপ্রিল ঢাকার গাজীপুরে শুরু হবে।গাজীপুর জেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০টায় ৮ দিনের জাম্বুরি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের জাম্বুরির থিম ‘শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউটিং’।
বুধবার বাংলাদেশ স্কাউটের জাতীয় সদর দফতর রাজধানীর কাকরাইলে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সারাদেশের প্রায় সাড়ে ৮ হাজার স্কাউট সদস্য ও কর্মকর্তা এ জাম্বুরিতে অংশ নেবেন।বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা ও ভুটানের স্কাউটরা জাম্বুরিতে অংশ্ নেবেন।এপ্রিল মাসে হওয়ার কারণে পাকিস্তানের স্কাউটরা এ জাম্বুরিতে অংশ গ্রহণ করতে পারছে না। শীতকালে ডিসেম্বর মাসে এ জাম্বুরি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে সেসময় তা হয়ে উঠেনি। জাম্বুরি চলাকালে নারী স্কাউটিংয়ের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে বলেও জানানো হয়েছে।
জাম্বুরিরর বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদ সদস্য, সচিব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
প্রেস কনফারেন্সে আরো বলা হয়, স্কাউটিং জাম্বুরির মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব বন্ধনের সুযোগ পাওয়া যায়।স্কাউটরা নিজেদের যোগ্যতা, জ্ঞান উপস্থাপনের মাধ্যমে দক্ষতা ও নৈপূণ্যতা প্রদর্শনের সুযোগ পায়।স্কাউটরা নিজেদের সুযোগ্য করে গড়ে তোলার সুযোগ পায়।
এবারের জাম্বুরির প্রোগ্রামকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম অংশের অ্যাডভেঞ্চার হবে প্রতিযোগিতামূলক। এই অ্যাডভেঞ্চার সমূহে অংশগ্রহণের মাধ্যমে স্কাউটরা জাম্বুরি স্টিকার অর্জনের পাশাপাশি ইউনিটসমূহের স্কাউট দক্ষতার মান পরিমাপ করতে পারবে। এই অংশের অ্যাডভেঞ্চারগুলো হলো: আমাদের তাঁবু, দক্ষতা ও মেধাবী।
দ্বিতীয় অংশের অ্যাডভেঞ্চারগুলোতে অংশ গ্রহণ করে স্কাউটরা জ্ঞান অর্জন ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করতে পারবে। তৃতীয় অংশের কার্যক্রমগুলো মূলত কেন্দ্রীয়, ভিলেজ ও সাব ক্যাম্প ইভেন্ট হিসেবে বাস্তবায়িত হবে।
প্রেস কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ, কমিশনার (আন্তর্জাতিক) মো. মোজাম্মেল হক খান, নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরি’র সাংগঠনিক কমিটির সভাপতি ও সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন (এনডিসি), জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) অধ্যাপক মো. সায়েদুর রহমান, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মো. মেসবাহ উদ্দিন ভূইয়া, জাম্বুরি প্রচার ও ডকুমেন্টেশন সাব কমিটির আহবায়ক ম. হামিদ, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. মজিবর রহমান মান্নান উপস্থিত ছিলেন।
COMMENTS