কালিয়াকৈর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাইকপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে ৫ রাউন্ড তাজা গুলি সহ ২যুবককে আটক করেছে।
পুলিশ সুত্র জানায়, থানা পুলিশের এএসআই কামাল হোসেন বাদল কালিয়াকৈর ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে ৩ রাউন্ড শর্টগানের ও ২ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করে আইয়ুব হোসেন বাপ্পি (২৭) এবং মিনহাজ হোসেন (২০) কে গ্রেফতার করে। এ বিষয়ে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা পাইকপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা বলে পুলিশ জানায়।
COMMENTS