গাজীপুরে ধর্ষণের দায়ে এক পিতাকে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফাতেমা নজীব এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিপড়াসিট এলাকার মনসুর আলীর ছেলে ফরহাদ হোসেন (৪৬) । তার ১৯ বছর বয়সী মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একই ঘরে থাকতেন।
গত বছরের ১৫ মার্চ রাত ১১টার দিকে ফরহাদ তার মেয়েকে জাপটে ধরেন। মেয়ে চিৎকার করলে তার সৎ মা রুমানা ঘুম থেকে জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করেন।
এক পর্যায়ে ফরহাদ স্ত্রীকে খাটের সঙ্গে বেঁধে মেয়েকে ধর্ষণ করেন। এভাবে পরপর তিনদিন মেয়েকে ধর্ষণ করা হয়।
গত বছরের ২০ মার্চ ফরহাদের দ্বিতীয় স্ত্রী রুমানা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা (নং-৩১(৩)১৩) করেন। মামলার দিনই ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ফরহাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান তদন্ত করে গত ২৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় সাতজন স্বাক্ষ্য দেয়। রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি মো. ফজলুল কাদের ও আসামী পক্ষে মো. ইসমাইল হোসেন মামলাটি পরিচালনা করেন।
COMMENTS