কালিয়াকৈর উপজেলার কারল সুরিচালা এলাকায় শুক্রবার রাতে দূর্বৃত্তরা ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে অজ্ঞাত পরিচিত (২৫) এক তরুণীকে হত্যা করা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলার কারল সুনিচালা জেনারেল ফার্মেসীর পাশের বাঁশ ঝার থেকে গলায় ওড়না পেচাঁনো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করেছে।
নিহতের পড়নে কালো রঙের সেলুয়ার কামিজ ও কালো রঙের ওড়না ছিল। কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক রাসেল জানান, ধর্ষণের পর ওই তরুণীর গলায় ওড়না পেচিঁয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলাসহ শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
COMMENTS