কালিয়াকৈরে পারিবারিক কলহের জের ধরে স্বামী শরবেশ আলী তার স্ত্রী মোছা: শাহিদাকে (৩৫) শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সে টাঙ্গাইল সদর উপজেলার ইশাবাশা গ্রামের শরবেশ আলীর স্ত্রী। গত বুধবার রাত ৯টার কালিয়াকৈর উপজেলার মৌচাক নুরবাগ এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরবেশ আলী ও শাহিদা তারা স্বামী স্ত্রী দুজনেই কালিয়াকৈর উপজেলার মৌচাক নুরবাগ এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত ৯টায় শরবেশ আলী তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজহারুল ইসলাম জানান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে শরবেশ আলী পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
COMMENTS