কালীগঞ্জে মঙ্গলবার গভীর রাতে ২০০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম ভূট্টো (৪২), ২৩ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক নামে দুই যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার দড়িসোম গ্রামে ভূট্টোর বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় খুন, মাদক, ছিনতাই ও অপহরণসহ ১২টি মামলা রয়েছে। সে দড়িসোম গ্রামের মহিউদ্দিন মেম্বারের ছেলে।
অপরদিকে একইরাতে পুলিশ আরেকটি অভিযান চালিয়ে পৌরসভার ভাদার্ত্তী গ্রামে অভিযান চালিয়ে খোরশেদ আলমের ছেলে মো: রফিকুল ইসলাম রফিককে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধেও খুন, মাদক, পুলিশকে মারধরসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূঁইয়া জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
COMMENTS