কালীগঞ্জে আগামী ১ মে থেকে উপজেলার আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া ৩ দিনের তাবলিগ জামায়াতের মুসল্লিদের অংশগ্রহণে জেলা ইজতেমার প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। আয়োজকরা আশা করছেন আগামী ২৮ এপ্রিলের মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবে।
জানা যায়, প্রায় ৫০ হাজার মুসল্লিদের বাসস্থান, রান্না-বান্না ও গণশৌচাগারের ব্যবস্থা করতে দৈনিক প্রায় ৭ শতাধিক স্থানীয় মুসল্লি স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পক্ষ থেকে মুসল্লিদের বাসস্থানের জন্য দেওয়া হয়েছে ১০ হাজার ঢেউটিন।
কালীগঞ্জ উপজেলা তাবলিগ জামায়াতের আমির ও ইজতেমা আয়োজক মুরব্বী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিকদার জানান, ৩ দিনের এ জেলা ইজতেমায় গাজীপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কাপাশিয়া, গাজীপুর সদর ও কালীগঞ্জসহ ৫টি উপজেলার প্রায় ৫০ হাজার মুসল্লিদের বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি জেলার পার্শ্ববর্তী নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে মুরব্বি ও মুসল্লিরা সমবেত হবেন এ জেলা ইজতেমায়।
সূত্র আরো জানায়, ৩ দিনের তাবলিগ জামায়াতের জেলা ইজতেমায় ৫ শতাধিক জামায়াত অংশগ্রহণ করবে। প্রতি জমায়াতে মুসল্লি সংখ্যা থাকবে ৩০ জন করে। আর পুরো জেলা ইজতেমা নিয়ন্ত্রণ করবে ৩৩টি জামায়াত।
এছাড়াও গাজীপুরে অবস্থান নেওয়া ১৭টি ও কালীগঞ্জ উপজেলায় অবস্থান নেওয়া ৩টি মোট ২০টি জামায়াত মালেশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি-আরব, আমেরিকা, রাশিয়া, আফগানিস্থান, ভারত, সুদান ও ফিলিপাইন থেকে আসা মুরব্বিরাও জেলা ইজতেমায় অংশগ্রহণ করবেন। ইজতেমাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার জানান, ৩ দিনের জেলা ইজতেমায় আসা মুরব্বি ও মুসল্লিরা যেন ইবাদত করতে পারেন এ জন্য উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এজন্য ৩ দিনের জেলা ইজতেমা শেষ না হওয়া পর্যন্ত কালীগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল ও ইজতেমাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া মুসল্লিদের স্বাস্থ্য সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গঠন করা হয়েছে মেডিকেল টিম।
উল্লেখ্য, বিশ্ব তাবলিগ জামায়াতের ইজতেমার পরেই শুরু হয় জেলা ভিত্তিক আয়োজিত জেলা বা মিনি ইজতেমা।
স্বেচ্ছাশ্রমে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত করছেন মুসল্লিরা।
COMMENTS