কাপাসিয়ায় বজ্রপাতে এক যুবক ও গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। শনিবার রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- চরনিলক্ষী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে হিরন মিয়া (২৫) ও লোহাদী গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী শাহনাজ আক্তার (২৫)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঝড়ের সময় হিরন মিয়া বাইরে থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন এবং শাহনাজ আক্তার বাড়ির আঙিনায় বসেছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
COMMENTS