কাপাসিয়া উপজেলার ধানদিয়া ঘিঘাট তীর্থ স্থানে সোমবার হিন্দু ধর্মাবলম্বীরা অষ্টমী পূণ্য স্নান পালন করেছে। গাজীপুর ও নরসিংদী দুই জেলার এবং কাপাসিয়া, মনোহরদী ও শিবপুর তিন উপজেলার মোহনায় ব্রহ্মপুত্র নদীতে এ পূণ্য স্নানটি অনুষ্ঠিত হয়।
সোমবার ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত তীর্থ স্থানে হাজার হাজার পূন্যার্থীরা তাদের হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করে। এ উপলক্ষে বিশাল এলাকা জুড়ে গ্রামীন ও আসবাব পত্রের মেলার আয়োজন করা হয়।
স্নানে আগত কাপাসিয়া জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাস জানান, এ হাজারো ভক্তের সমাগম হলেও তাদের স্নানের পর কাপড়-চোপড় বদলানোর জায়গা না থাকা, টয়লেট ও টিউব ওয়েল বা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
তীর্থ স্থান পরিচালনা কমিটির সভাপতি ঠাকুর দাস বর্ম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, সোলায়মান মোল্লা, সাংবাদিক এফ এম কামাল হোসেন, বিনোধ চন্দ্র সরকার, চিত্ত রঞ্জন সাহা, সুনীল মাস্টার, ধীরেন মন্ডল হিরা, সোহরাব হোসেন প্রমুখ।
COMMENTS