কাপাসিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সমন্বয়ে প্রথম সাধারণ সভা বুধবার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানদের আগমনে পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎফুল্ল ভাব দেখা গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিষদের উপদেষ্টা সিমিন হোসেন রিমি।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আলীর সঞ্চালনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ যোবায়ের, থানার অফিসার ইন-র্চাজ আহসান উল্লাহ্, উপজেলা কৃষি অফিসার কাজী জাহাঙ্গীর কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল খালেক সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান গন।
এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সাংবাদিক এফ এম কামাল হোসেন, নূরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন শামীম, আকরাম হোসেন রিপন উপস্থিত ছিলেন।
উল্লেখ, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি তার প্রতিপক্ষ বিএনপি সমর্থীত চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এবং আওয়ামীলীগ সমর্থীত ভাইস-চেয়ারম্যান’কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন।
COMMENTS