কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের চাঁদপুর সড়কের বরুন বাজার সংলগ্ন একটি পুরনো সেতু ভাঙ্গার সময় বৃহস্পতিবার সকালে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো দু’জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসি সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তি দাবী করেছেন।
জানা যায়, উপজেলা সদর - চাঁদপুর ইউনিয়ন পরিষদ সড়কের প্রায় সাড়ে ৭ কিলোমিটার দূরত্বে বরুন বাজার সংলগ্ন ৩০ বছর আগে উপজেলা পরিষদের অর্থায়ণে নির্মিত ৩.৭ মিটার দৈঘ্য সেতুটি ব্যবহার অনুপযোগি। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সড়ক মেরামত ও সেতু নির্মাণে সোয়া ৩ কোটি টাকায় দরপত্র আহবান এবং মের্সাস হানিফ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়া হয়। গাজীপুরের মজিদ বিএসসি নামক এক ঠিকাদার এটি বাস্তবায়নের জন্য কয়েক দিন যাবত কাজ শুরু করেছে।
র্দুঘটনার সময় ঠিকাদার, বাস্তবায়নকারী দপ্তরের কার্যসহায়তাকারী ও সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিহত এক শ্রমিকের মেয়ের জামাতা শ্রমিক কামরুল জানান, গত এক সপ্তাহ যাবত ১০/১২ জন শ্রমিক সেতুটির সংযোগ সড়ক নির্মাণ ও ভাঙ্গার কাজ করছিল। পার্শ্বেই শ্রমিকরা সেড তৈরী করে রাত্রি যাপন করে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুরনো সেতুটি অপসারণ কাজ করার সময় স্লাব ভেঙ্গে নিচে চাপা পড়লে তারা নিহত হন।
নিহতরা হলো শেরপুর জেলার নকলা থানার চর আন্দালিয়া গ্রামের তৈয়ব আলীর পুত্র হলু মিয়া (৪৫), একই এলাকার কবুতরমারী গ্রামের ইউনুছ আলীর পুত্র আবু বকর ওরফে বাকার আলী (৩৭), একই গ্রামের হাকিম উদ্দিনের পুত্র আজগর আলী (৩০) এবং অজ্ঞাতনামা এক শ্রমিক (৪২)। এছাড়া একই এলাকার মোফাজ্জল হোসেন (৪০) ও কাপাসিয়ার বরুন গ্রামের রহমত আলীর পুত্র শাজাহান (৫২) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শত শত লোকজন এগিয়ে এসে উদ্ধার কাজে সহায়তা করে।
ঘটনার পর পরই কাপাসিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ তদারকি ও খোঁজ খবর করেন। পরে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আলী, থানার ওসি আহসান উল্লাহ্, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার হাজার হাজার লোকজন ছুটে আসেন।
এ সময় গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে র্দুঘটনার কারন উদঘাটনে কাজ করেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ছাবের আলী জানান, কাজটি তদারকি করার জন্য এলজিইডি থেকে শফিকুল ইসলাম শফিক নামে এক উপ-সহকারী প্রকৌশলী’কে দায়িত্ব দেয়া হয়েছে। শফিকুল জানান, পুরনো এ সেতুটি ভাঙ্গার আগে জন চলাচলের জন্য পার্শ্ববর্তী সংযোগ সড়ক তৈরী করার কথা। এবং সেতুটি ভাঙ্গার পূর্বে বা যে কোন ধরনের কাজ করতে হলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবগত করতে হবে। কিন্তু ঠিকাদার কাউকে না জানিয়ে অপরিকল্পিত ভাবে তা ভাঙ্গার কাজ শুরু করে।
COMMENTS