বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে তিন কৃষকের বাড়ি থেকে ১০ টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, উপজেলার মৈশন গ্রামের কৃষক আতিকুল্লাহ মুন্সির ৪টি, আলফাজ উদ্দিন মুন্সির ৩ টি, আ. হাইয়ের ৩ টি গরু চুরি হয়েছে। কৃষক আতিকুল্লাহ জানান রাত ২ টার দিকে গরু গোয়ালে ছিল। ভোররাতের দিকে হালকা মাঝারী বৃষ্টির সময় টোক কাপাসিয়া সড়কের নিকট বর্তী স্থানে টম টম দিয়ে গরু গুলো চুরি করে নিয়ে যায় এমন ধারনা করছেন কৃষক।
এ ব্যাপারে ইউপি সদস্য হাবিবুর রহমান মোবাইল ফোনে বিষয়টি থানাকে অবহিত করেছেন।
COMMENTS