জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যাচারের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরে মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা যুবলীগের সভাপতি মাহবুুব উদ্দিন সেলিমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, আব্দুর রউফ দরজী, ছাত্রলীগ নেতা রাজিব ঘোষ প্রমুখ।
COMMENTS