আদালতের আদেশ না মানায় গাজীপুরের সাবেক ডিসি সৈয়দ মিজানুর রহমানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০০৮ সালের হাইকোর্টের একটি আদেশ অমান্য করায় তাদের এই সাজা দেয়া হয়।
ভাওয়াল রাজকোর্ট অব ওয়ার্ডস’র সাবেক ম্যানেজার আবদুর রউফকে ১৫ দিনের কারাদণ্ড ও এক কোটি টাকা ক্ষতিপূরণ, ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাওয়াল রাজকোর্ট অব ওয়ার্ডস’র সহকারি ম্যানেজার সাব্বির হোসেন ও শ্রী শ্রী মাধবকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গাজীপুরের সাবেক এসপি আলমগীর আলম, জয়দেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, গাজীপুরের সহকারি কমিশনার (ভূমি) মো.শাহজালাল ও আনসার অ্যাডজুডেন্ট পবিত্র কুমার সাহাকে অব্যাহতি দিয়েছে আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবী মো.খলিলুর রহমান, এসপি আলমগীর আলম ও ওসি মিজানুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত, মো. শাহজালালের পক্ষে ব্যারিস্টার আবুল কালাম আজাদ। ডিসি সৈয়দ মিজানুর রহমানের পক্ষে শুনানি করেন নুরুল ইসলাম।
২০০৮ সালের ৬ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুর উপজেলার লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা আবুল কালাম ওরফে কলিমউল্লাহ তার বাড়ি (ভাওয়াল রাজ এর এস্টেটের কোর্ট অব ওয়ার্ডস এ অবস্থিত) থেকে উচ্ছেদের আশঙ্কায় যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই আবেদন খারিজ করে রায় দেন আদালত।
এরপর বাড়ি থেকে উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০০৮ সালের ৩ মার্চ উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা দেন। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একই সালের ৩ মার্চ বিকেলে এবং ৫ মার্চ ডিসির নেতৃত্বে অন্যরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এরপর কলিমউল্লাহ ওই বছরের ১৬ মার্চ হাইকোর্টে বিবাদীদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার অভিযোগে একটি আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।
এ রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রায় ঘোষণা করেন।
COMMENTS