কোনাবাড়ির জরুন এলাকায় আজ সোমবার সন্ধ্যায় একটি পোশাক কারখানার টিফিন খেয়ে প্রায় তিন'শ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে স্থানীয় কোনাবাড়ি ও আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
পুলিশ ও অসুস্থ শ্রমিকরা জানায়, আজ সন্ধ্যায় ওই এলাকার বেষ্টউল সোয়েটার কারখানার শ্রমিকদের টিফিন দেয়া হয়। টিফিনের সঙ্গে দেয়া ডিম খেয়ে শ্রমিকরা পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়তে থাকে। এসময় কারখানার অন্য শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে স্থানীয় কোনাবাড়ি ক্লিনিক, শরীফ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
কোনাবাড়ির পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল আলম জানান, অসুস্থ শ্রমিকরা ঘনঘন বমি করছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে শরীফ হাসপাতালে ১০১জন এবং কোনাবাড়ি ক্লিনিকে ৭২জনকে ভর্তি ও চিকিত্সা দেয়া হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম শরীফ জানান, ফুড পয়জনিং জনিত কারণে শ্রমিক অসুস্থ হবার খবর শুনেছেন। তবে গাজীপুর সদর হাসপাতলে কোন রোগী আসেনি। হাসপাতালের চিকিত্সকরা অবগত রয়েছেন। রোগী এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
COMMENTS