গাজীপুর মহানগর, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে স্কুল ছাত্রসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল আটটায় গাজীপুর মহানগরের শালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের ওপর থেকে পড়ে ফ্লাইওভারের নীচে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবক নিহত হয়। নিহত বাধন চন্দ্র (৩৫) নামের ওই যুবকের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানায়। পুলিশের ধারণা, সে আত্মহত্যা করেছে।
এছাড়া মহানগরের দেশী পাড়া এলাকা থেকে আলিমুন্নেছা (৫০) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে তার বাড়ির পাশের একটি সিম টালের নিচ থেকে। ধারণা করা হচ্ছে গত রাতে তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়।
অন্যদিকে শ্রীপুর উপজেলা বর্মী বাজার এলাকা থেকে স্থানীয় ব্যবসায়ী মো. রফিকের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সায়েম (৮) এর লাশ সকালে উদ্ধার করা হয়। সে বুধবার থেকে নিখোঁজ ছিল। পুলিশের ধারণা, তার পরিবারের সাথে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
শ্রীপুরে কদমা গ্রামে বুধবার রাতে এক স্বামীর হাতে তার স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মানসুরা বেগম রিবা (২০)। পুলিশ নিহতের স্বামী খোরশেদকে (২৮) আটক এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের থুতনির নিচে ও ঘাড়ের ডান পাশে কাটা দাগ এবং ডান কান ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া একই উপজেলার কর্ণপুর এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবতির (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, জেলার কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকা থেকে খালেদা বেগম (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খালেদা উপজেলার চন্দ্রা ড্রেসম্যান লিমিটেড কারখানার শ্রমিক। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ঠাকুরবাড়ী গ্রামের মুকবুল হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
সর্বশেষ জেলার কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে বাবা ও ২ ছেলে খুন হয়েছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কালীগঞ্জ উপজেলার ধনপুর গ্রামে মমতাজ উদ্দিন দলবল নিয়ে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যান। এসময় পাশের রাথুরা গ্রামের প্রতিপক্ষ আলাউদ্দিন, শরিফ হোসেন ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়।
এতে ঘটনাস্থলে সাইজুল ইসলাম (৩৫) ও হাসপাতালে নেয়া হলে তার বাবা মমতাজ উদ্দিন (৭৫) মারা যান। আশঙ্কা জনক অবস্থায় ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইজুলের ভাই সাইফুল ইসলাম (৩০) মারা যায়।
এদিকে দুপুরে গাজীপুর মহানগরের কাথোরা এলাকা থেকে নাজমুল হাসান সেলিম (৪৫) নামের এক গার্মেন্টস মালিকের লাশ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বেস্ট ওয়ার নিটিং নামের একটি কারখানার মালিক। তার স্বজনদের দাবি, তাকে হত্যা করে তার কাছে থাকা পৌনে ৭ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
COMMENTS