জেলার সদর উপজেলার বানিয়ারিচালা গ্রামে সাহারা খাতুন (১৯) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাহারা খাতুন ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। সে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার বেলা ১১টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।
ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, সকাল ৭টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় তার বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, সকাল ৭টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় তার বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
COMMENTS